তানজিদ-আল আমিনের হাফসেঞ্চুরি

  19-02-2020 02:36PM

পিএনএস ডেস্ক: প্রথম সেশন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও এখন সামলে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। দুই ব্যাটসম্যান আল-আমিন ও তানজিদ হাসান হাফ-সেঞ্চুরি করেছেন। চমৎকার তালমিলে ১১০ রানের পার্টনারশিপ গড়েছে এ জুটি। ফলে বিপর্যয় সামলে উঠেছে দল।

বাংলাদেশের সংগ্রহ এখন ৫ উইকেটে ১৭৯ রান।

তানজিদ ব্যাট করছেন ৬৭ রান নিয়ে আর অধিনায়ক আল-আমিন ৫০।

জিম্বাবুয়ের বিপক্ষে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই একের পর এক উইকেট হারায় তারা।

শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ নাইম (১১)। এরপর তার পথ ধরেন মাহামুদুল হাসান (১), শাহাদাত হোসেন (২)।

সর্বোচ্চ ৩৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

এরপর মাত্র রানে বিদায় নেন আকবর আলী।

ফলে লাঞ্চের আগে তাদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ৮৪ রান।

এরপরই দলের হাল ধরেন তানজিদ ও আল-আমিন।

এর আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৭ উইকেটে ২৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন