জিম্বাবুয়ে সিরিজেই নেতৃত্বের শেষ মাশরাফির

  19-02-2020 06:02PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলকে দুহাত ভরে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার অধিনায়কত্বে ওয়ানডেতে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে টাইগাররা। মাশরাফির দায়িত্ব ছাড়ার সময় হয়ে এলো। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শেষবার অধিনায়কের আর্মব্যান্ড পরে নামবেন ‘নড়াইল এক্সপ্রেস’। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে ওয়ানডের নতুন নেতৃত্বের ব্যাপারে বৈঠকে বসবে বিসিবি।

তবে মাশরাফি অবসরে যাবেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। বোর্ড সূত্র জানায়, মাশরাফি যদি ফিট থাকেন তাহলে খেলবেন।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে কোয়ার্টার ফাইনালে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে উঠেছে সেমিফাইনালে।

আইসিসি টুর্নামেন্টে যা বাংলাদেশ সিনিয়র টিমের সর্বোচ্চ সাফল্য।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন