আইপিএল আয়োজন না করার পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী

  12-03-2020 10:01PM

পিএনএস ডেস্ক : বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। করোনার প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে প্রতিদিনই ভারতে বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ(আইপিএল) আয়োজন থেকে সরে থাকতে পরামর্শ দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী। এমনটি বলেছেন দেশটির ক্রীড়ামন্ত্রীও।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর বলেছেন, করোনা ভাইরাসে বিশ্বের এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন না করাই ভালো হবে। এ বিষয়ে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না। আইপিএল এর সিদ্ধান্ত নিবেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে দেশটির ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, এই মুহূর্তে যে খেলাধুলোর কোনও ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয়।

ফলে পররাষ্ট্র মন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী উভয়েই আইপিএল আয়োজনের বিরুদ্ধে সুর তুলেছেন বলে খবর আনন্দবাজার অনলাইনের।

তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবারও আইপিএল হচ্ছে বলে বার বার গণমাধ্যমগুলোকে জানিয়েছিলেন। সৌরভ জানায়, ক্রিকেট বোর্ড সব রকম সতর্কতা মেনেই আইপিএল আয়োজন করবে।

প্রসঙ্গত, ভারতে কোভিড-১৯ করোনা ভাইরাসে দিনে দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় ৭৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন