গরিব দুঃখীদের মাঝে চাল-ডাল বিতরণ করলেন ক্রিকেটার জাহানারা

  01-04-2020 11:55AM

পিএনএস ডেস্ক:করোনায় স্থবির সারা বিশ্ব। যার প্রভাব সবচেয়ে বেশি নিম্নবিত্তের ওপর। আর তাদের পাশে একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রীড়াবিদরা।

মাশরাফি-তামিমরা নিজেদের বেতনের অর্ধেকটা দিয়েছেন করোনা তহবিলে। এবার ৫০টি পরিবারকে চাল-ডাল দেবেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম।

এ নিয়ে বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক বার্তায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি, ‘এটা কোন লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে একজন, পাঁচজন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

এর আগে গত সোমবার (৩০ মার্চ) এ নিয়ে জাহানারা বলেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরীব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে সব কিছু জোগাড় করেছি।’

‘আশা করি, দুই একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো। আমি জানতাম না, জাতীয় দলের ভাইয়ারা বেতনের অর্ধেক দিয়ে দিচ্ছে। তাহলে আমিও দিতাম। কিন্তু এখন যেহেতু সেই সুযোগ নেই, নিজেই কিছু কাজ করছি। আর এখন আমারা জাতীয় নারী দলের সদস্যরা কেউ কাছাকাছি নেই। তাই হয়তো একসঙ্গে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করি, সবাই আলোচনা করে কিছু একটা আবার করবো।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন