এবার করোনা মোকাবিলায় ‘ক্রিকেটার ফান্ড’

  01-04-2020 02:53PM

পিএনএস ডেস্ক:কয়েক দিন আগে নিজেদের বেতনের অর্ধেক দিয়েছেন ২৭জন ক্রিকেটার। এবার করোনা মোকাবিলায় তহবিল গঠন করতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে কমিটি গঠন করে মানুষের পাশে দাঁড়াবে কোয়াব। আজ কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

কোয়াবের এই কার্যক্রমে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভাপতি নাঈমুর রহমান আছেন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন কমিটিতে।

চলমান করোনা সংকট মোকাবিলার জন্য বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সকল ক্রিকেট অনুরাগীদের নিচের ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’

ওয়ান ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা

হিসাব নম্বর: ০১৩০১০৫৪৬৯০০৪

সুইফট কোড: ONEBBDDH

RN no :১৬৫২৬১১৮৪

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন