শংকায় কিউইদের বাংলাদেশ সফর

  03-04-2020 06:56PM

পিএনএস ডেস্ক:আগামী আগস্টে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি রয়েছে । মরণঘাতী করোনাভাইরাসের কারণে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। দিন-দিনে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশ সফর নিয়ে শংকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়ানক ও হতাশাজনক। সব পরিকল্পনা থমকে গেছে। বিশেষ করে যারা খেলার সাথে জড়িত। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন গৃহবন্দী। এখন শুধু একটাই উপায়, সকলের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের সমাজকেও ভালো রাখতে হবে। তা যেকোন উপায়ই হোক।’

করোনাভাইরাসের কারণে চলতি মাসে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের শ্রীলংকা সফর বাতিল হয়। আগামী জুন-জুলাইয়ে পুরুষ দলের ক্যারিবীয় সফরও অনিশ্চিত। অনিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরও । তবে করোনা চলাকালীন কোন সিরিজ স্থগিত করতে হয়নি নিউজিল্যান্ডকে।

তাই নিজেদের ভাগ্যবান মানছেন হোয়াইট, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট দেখা দেয়। তাই আমাদের কোন সিরিজ স্থগিত বা বাতিল করতে হয়নি। তবে আগামী তিন-চার মাস কি হবে, আমরা কেউই জানি না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে খুবই ভালো’।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন