কিউই অধিনায়কের মনে ধরেছে নেতা মাশরাফিকে

  21-05-2020 09:15PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট আজ যে পর্যায়ে এসেছে, তার পেছনে যে মানুষগুলোর অবদান আছে তাদের নামের তালিকায় শীর্ষে থাকবে মাশরাফি বিন মুর্তজার নাম। সর্বশেষ দায়িত্ব নেওয়ার পর তিনি দলের চেহারাই পাল্টে দিয়েছেন। দলকে জিততে শিখিয়েছেন। বিপদে সবার পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন সত্যিকারের নেতা। সেই মাশরাফির জায়গায় ওয়ানডে দলের দায়িত্ব নেওয়া তামিম ইকবালের লাইভ শোতে এসেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আড্ডায় উঠে এল মাশরাফি প্রসঙ্গ।

মাশরাফি বাংলাদেশ দলের জন্য যা করেছেন, নিউজিল্যান্ড দলের জন্য ঠিক তাই করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। অসাধারণ নেতৃত্বে দলকে তুলেছিলেন ২০১৫ বিশ্বকাপ ফাইনালে। আজ লাইভের এক পর্যায়ে কেন বলেন, 'তুমি মাশরাফি ও ব্রেন্ডনের কথা বলছিলে, দুজনই দীর্ঘ সময় ধরে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। আমি ব্রেন্ডনের কাছ থেকে শেখার ভালো সুযোগ পেয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, ব্রেন্ডন অধিনায়কত্বের সঙ্গে খেলাও ছেড়েছে। এটা বড় চ্যালেঞ্জ ছিল। মাশরাফি তো এখনো খেলছে। এটা নিশ্চয়ই সাহায্য করবে।'

ম্যাককালামের পথে হেঁটেই নিউজিল্যন্ডকে আরও অপ্রতিরোধ্য করে তুলেছেন উইলিয়ামসন। গত বিশ্বকাপে দলকে প্রায় বিশ্বকাপ জিতিয়েই দিয়েছিলেন। আইসিসির বিতর্কিত আইনে হারতে হয় তাদের। উইলিয়ামসন আরও বলেন, 'দল হিসেবে বিকশিত হওয়ার ধারাবাহিকতা ধরে রাখা ছিল আমার চ্যালেঞ্জ। আমরা জানি ক্রিকেটারদের বয়স হলে তারা অবসর নেয়। আর নতুন অধিনায়ক হিসেবে দলের সবার সঙ্গে মানিয়ে নিতে হয়। পরিবর্তনকে সাদরে আমন্ত্রণ জানানো জরুরি। অধিনায়ক হিসেবে সবার সঙ্গে সৎ থেকে কাজটা নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে করার চেষ্টা করতে হয়।'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন