নড়াইলে সাবেক কাবাডি খেলোয়াড়কে হাত-পায়ের রগ কেটে হত্যা

  27-05-2020 09:01PM

পিএনএস ডেস্ক : জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড়, ১৯৯৫ সালে মাদ্রাজ এসএ গেমসে রৌপ্যজয়ী এবং ১৯৯৮ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের সদস্য কাইয়ুম সিকদার মঙ্গলবার রাত ৯টার দিকে নড়াইলের নড়াগাতি থানার কালিনগর এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রয়াত কাইয়ুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ খুনের ঘটনা ঘটেছে। কাইয়ুম কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।

১৯৯৫ মাদ্রাজ এসএ গেমসে জাতীয় দলে অভিষেক কাইয়ুমের। এরপর এই কাবাডি খেলোয়াড় দেশের হয়ে লড়েছেন ১৯৯৯ এসএ গেমস ও ১৯৯৮ এশিয়ান গেমসে। খেলোয়াড়ি জীবন শেষে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমস আর ২০১০ মাস্কট বিচ গেমসে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। কাবাডি ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী সদস্যও ছিলেন কাইয়ুম।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন