বিসিবির অসচ্ছল কর্মীদের সহায়তা করলেন ভেট্টোরি

  30-05-2020 12:42AM



পিএনএস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি বিসিবি থেকে প্রাপ্ত নিজের বেতনের কিছু অংশ বোর্ডের অসহায় কর্মীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন শীর্ষ কর্তা।

দেশের একটি প্রথমসারির দৈনিককে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ভেট্টোরি বলেছেন, তার বেতনের নির্দিষ্ট একটি পরিমাণ যেন আমরা বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য হিসেবে দিই। ক্রিকেট পরিচালনা বিভাগকে অনানুষ্ঠানিকভাবে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।’

বিসিবির সবচেয়ে দামি কোচ ভেট্টোরি। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের দিন প্রতি পারিশ্রমিক কর কেটে আড়াই হাজার ডলারের মতো। করোনাকালে তার বাংলাদেশিদের পাশে দাঁড়ানো দারুণ প্রশংসার দাবি রাখে।

করোনা প্রাদুর্ভাবের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্নভাবে পাশে রয়েছেন অসহায়দের। বিসিবি, ক্রিকেটারদের সংগঠন কোয়াবও ক্রিকেট সংশ্লিষ্ট অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন