বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করতে ইচ্ছে করে হেরেছিল ভারত!

  31-05-2020 03:57AM

পিএনএস ডেস্ক : ক্রিকেট জীবন শেষ হওয়ার আগেই আত্মজীবনী লিখেছেন বেন স্টোকস। ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপ জেতানো তারকার সেই আত্মজীবনী এরই মধ্যে বিতর্ক উসকে দিয়েছে। ইংলিশ অলরাউন্ডার দাবি করেছেন, গ্রুপ পর্বে তাদের বিপক্ষে ম্যাচে ভারতীয় দলের মধ্যে জয়ের তাগিদ দেখেননি তিনি।

এরপরই এনিয়ে নানা প্রতিক্রিয়া আসছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত টুইটারে স্টোকসের বইয়ে লেখা ওই অংশ তুলে ধরে বলেছেন, পাকিস্তানকে বিদায় করার জন্য ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছিল ভারত। একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন তিনি। যাতে তার বক্তব্যের পক্ষে রয়েছে যুক্তি।

বার্মিংহামে অনুষ্ঠিত সেই ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৭ রান করেছিল। জবাবে ভারত থামে ৫ উইকেটে ৩০৬ রানে। ভারত সেই ম্যাচে জিতলে পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ, আব্দুল রাজ্জাকরাও এখন দাবি করছেন, ভারত সেদিন ইচ্ছে করেই হেরেছিল।

এদিকে এমন বিতর্ক তৈরির পর স্টোকস টুইট করে বলেছেন, এমন কিছুই তিনি লিখেননি। তার পাল্টা দাবি, বিতর্ক তৈরি করতেই তার বক্তব্য ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন