মারা গেছেন সাবেক ফুটবলার সালাউদ্দিন

  01-06-2020 12:47AM

পিএনএস ডেস্ক : গোলাম রব্বানী হেলালের মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরোতেই আরেক সাবেক ফুটবলারকে হারাল বাংলাদেশ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক তারকা এস এম সালাউদ্দিন আহমেদ রবিবার ভোরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতিতে জানিয়েছে, নারায়ানগঞ্জের গোপনগরে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান ৬২ বছর বয়সী সালাউদ্দিন। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের বিবৃতিতে লিখেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

জানা গেছে, সালাউদ্দিনের শরীরে করোনার উপসর্গ ছিল। তবে দুদিন আগে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

২০১৫ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই আসরে স্বাগতিক দলের ম্যানেজার ছিলেন তিনি।

আশির দশকের শুরুতে সালাউদ্দিনের ঢাকার ফুটবলের শীর্ষ পর্যায়ে আবির্ভাব। লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৩ বছর।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব।

পিএনএস/জে এ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন