চলে গেলেন সাবেক ক্রিকেটার রাজিন্দর গোয়েল

  22-06-2020 02:55AM

পিএনএস ডেস্ক : কখনো ভারতের জাতীয় দলে না খেললেও তার নামের আগে চলে আসে কিংবদন্তি শব্দটি। তিনি রাজিন্দর গোয়েল। রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল বোলার। সাবেক এই ক্রিকেটার ৭৭ বছর বয়সে রবিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

৪৪ বছর পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলে গেছেন গোয়েল। খেলা ছাড়ার পর প্রথম শ্রেণির ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ক্যারিয়ারে ১৫৭ ফার্স্ট ক্লাস ম্যাচে ৭৫০ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। হরিয়ানা ও নর্থ জোনের হয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। শুধু রঞ্জি ট্রফিতেই তার শিকার রেকর্ড সর্বোচ্চ ৬৩৭ উইকেট। ক্রিকেটে অবদানের জন্য সিকে নাইড়ু পুরস্কারও পেয়েছেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন