প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে এমসিসি

  25-06-2020 02:58AM

পিএনএস ডেস্ক : ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)। ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার কনর সংস্থাটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

৪৩ বছর বয়সী কনর এই মুহূর্তে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নারী ক্রিকেট বিভাগের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের ১ অক্টোবর এমসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন ক্লেয়ার কনর।

গত বছর এমসিসির ইতিহাসে প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কুমার সাঙ্গাকারা। সাধারণত এমসিসির প্রেসিডেন্ট পদের মেয়াদ এক বছর হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা হিসেবে পরিচিত এমসিসি’র প্রেসিডেন্ট পদে টানা দ্বিতীয় মেয়াদে কাউকে দেখা যায়নি। তবে করোনাভাইরাসের কারণে এবার টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে থাকছেন সাঙ্গাকারা।

আগামী বছর সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হতে যাওয়া কনর ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। নতুন দায়িত্বের কথা জানতে পেরে উচ্ছ্বসিত কনর বলেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় আমি খুব সম্মানিত বোধ করছি। ক্রিকেট আগেই আমার জীবনকে সমৃদ্ধ করেছে। আর এখন পেলাম দারুণ এই সম্মান।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন