টাইব্রেকারে ফরাসি কাপ চ্যাম্পিয়ন পিএসজি

  01-08-2020 06:35AM

পিএনএস ডেস্ক : টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং অলিম্পিক লিঁও। ইনজুরির কারণে দলের অন্যতম সদস্য কিলিয়ান এমবাপ্পেকে পায়নি পারসিয়ানরা। ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় রাত ১টা ১০ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিট শেষে পেরিয়ে যায় অতিরিক্ত ৩০ মিনিটও। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা না মেলায় অবশেষে টাইব্রেকারে অলিম্পিক লিওঁকে হারিয়ে ফরাসি লিগ কাপের শিরোপা জিততে হয় পিএসজির। জয় যেন আগে থেকেই নির্ধারিত ছিলো, কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৯ বার শিরোপা জয় করেছে পিএসজি।

প্যারিসের স্তাদে দে ফ্রান্সে শুক্রবার রাতে পেনাল্টি শুট আউটে ৬-৫ ব্যবধানে জিতেছে টমাস টুখেলের দল। চলতি মৌসুমে দলটির এটি তৃতীয় শিরোপা।

বিরতির খানিক আগে হঠাৎ করেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় পিএসজি। তবে সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গেয়ির প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া জোরালো শট শেষ মুহূর্তে এক হাত দিয়ে কোনোমতে ঠেকান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে নেইমারের দারুণ ফ্রি-কিকও ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিওঁর গোলরক্ষক অঁতনি লোপেস।

৭০ মিনিটের মাথায় পিএসজি শিবিরে চোট আঘাত হানে। পায়ের পেশিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন লেইভিন কুরজাওয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে কাটাতে হতে পারে ফরাসি এই ডিফেন্ডারকে। আগে থেকেই বাইরে আছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

অতিরিক্ত সময়ের শুরুতে দুই দলই সুযোগ পায়। আনহেল দি মারিয়ার নিচু শট লোপেজ রুখে দেওয়ার পর পাল্টা আক্রমণে পিএসজি শিবিরে ভীতি ছড়ায় লিওঁ। তবে বের্টান্ড ত্রাওয়ের শট এক ডিফেন্ডারে প্রতিহত হয়।

যোগ করা সময়ের একেবারে শেষ দিকে দি মারিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লিওঁর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল।

পেনাল্টি শুট আউটে উভয় পক্ষের প্রথম পাঁচটি শটই জালের দেখা পায়। এরপর ‘সাডেন ডেথ’ এ লিওঁর ছয় নম্বর শট নিয়ে মিস করেন বুর্কিনা ফাসোর ফরোয়ার্ড বের্টান্ড ত্রাওরে। ফলে, পাবলো সারাবিয়া গোল করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন