সিরিয়ায় শিক্ষা সামগ্রী দান করলো মেসি ফাউন্ডেশন

  06-08-2020 09:18PM

পিএনএস ডেস্ক: ইউনিসেফের সাথে যৌথ উদ্যোগে সিরিয়ার নয়টি প্রদেশের বাচ্চাদের জন্য ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে লিও মেসি ফাউন্ডেশন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাচ্চাদের জন্য শিক্ষা যাতে একটি আনন্দের উৎস হয় সে লক্ষ্যেই ফাউন্ডেশনটি তাদের সামগ্রীগুলো দান করেছে। একইসাথে এর মাধ্যমে বাচ্চারা যাতে সামাজিক দক্ষতাও অর্জণ করতে পারে সেটাও লক্ষ্য রাখা হয়েছে। স্কুল যাতে একটি বাচ্চার জন্য বিনোদনের জায়গা হয়ে উঠতে পারে এবং এর মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষাটাও তারা পেতে পারে।

সামগ্রীগুলো সিরিয়ার যে ৯টি প্রদেশে বিতরণ করা হয়েছে সেগুলো হলো হাসাকা, কুনেইট্রা, আলেপ্পো, হামা, হোমস, ডারা, ডায়ার এজ-জো, সুয়েডা ও দামাস্কাস।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন