মেসির নতুন ঠিকানা নিয়ে জল্পনা তুঙ্গে, লিভারপুলের 'না'

  29-08-2020 10:14AM


পিএনএস ডেস্ক: ২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মেসি। বার্সেলোনা ছাড়তে চান এই আর্জেন্টাইন তারকা। বার্সাকে জানিয়ে দিয়েছেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর।

ম্যানচেস্টার সিটি এই আর্জেন্টাইনকে দলে নেওয়ার দৌড়ে সামনের সারিতে থাকলেও একাধিক ক্লাবের নাম রয়েছে জল্পনায়। তবে প্রিমিয়র লিগ জয়ী লিভারপুল কোচ জুর্গেন ক্লপ সাফ জানিয়ে দিলেন মেসির লিভারপুলে যোগদানের কোনও সম্ভাবনাই নেই। তবে মেসির অন্তর্ভুক্তি প্রিমিয়র লিগের জন্য দারুণ খবর হবে বলে মত প্রকাশ করলেন লিভারপুল বস।

পেপের ম্যানচেস্টার সিটির পাশাপাশি পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাসেও ঘাঁটি গড়তে পারেন লিও। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু লিভারপুল যে এই জল্পনায় একেবারেই নেই, সেটা ক্লপের মন্তব্যে পরিষ্কার হয়ে গেল। মেসিকে পেতে তিনি আগ্রহী কীনা? এমনই প্রশ্নের জবাবে লিভারপুল ম্যানেজার শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘কোন কোচ মেসিকে দলে পেতে চাই না বলুন তো? আমিও খুশি হতাম মেসিকে দলে পেলে। কিন্তু এক্ষেত্রে সেই সম্ভাবনা একেবারেই নেই।’

পাশাপশি ম্যানচেস্টার সিটিতে মেসির যোগদানের বিষয়টি জোরালো হওয়া প্রসঙ্গে জার্মান কোচ জানিয়েছেন, ‘নিঃসন্দেহে মেসির যোগদান সিটিকে আরও শক্তিশালী করে তুলবে। ওদের হারানো আরও কঠিন হয়ে যাবে। মেসি স্পেন ছাড়া অন্য কোনও লিগে আজ অবধি খেলেনি। তাই প্রিমিয়র লিগের জন্যও মেসির যোগদান যথেষ্ট ইতিবাচক। সত্যি বলতে মেসির মত একজন ফুটবলারকে প্রিমিয়র লিগে সবাই দেখতে চাইছে। তবে আমার জানা নেই প্রিমিয়র লিগের এই বুস্ট প্রয়োজন আছে কীনা।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন