ইব্রাহিমোভিচ করোনা আক্রান্ত

  24-09-2020 09:12PM

পিএনএস ডেস্ক : এসি মিলানের ভক্তদের জন্য দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হলেন দলটির তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে এ ফরওয়ার্ডের।

তবে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না তাকে। সুইডেনের এ ফুটবলার নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তেমনই খবর বৃহস্পতিবার জানাল তার ইতালিয়ান ক্লাব এসি মিলান।

প্রাণঘাতী এ ভাইরাসে এরইমধ্যে গোটা বিশ্বের বড় একটা অংশ আক্রান্ত। সঙ্গে আতঙ্কিতও সবাই। তারমধ্যে যখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে তখনই কোভিড পজিটিভ ৩৮ বছর বয়সী এ ফুটবলার।

সন্দেহ নেই এটি এসি মিলানের জন্য দুঃসংবাদ! বৃহস্পতিবার ইউরোপা লিগের তৃতীয় কোয়ালিফায়ারে খেলবে স্যান সিরোর এ ক্লাব। এর মানে ম্যাচটিতে খেলা হচ্ছে না তার। তবে স্বস্তির খবর তিনি একাই আক্রান্ত হয়েছেন। দলের অন্য কোনো ফুটবলারের পজিটিভ হওয়ার খবর মেলেনি।

চলতি মৌসুমে মিলানের প্রথম দুই ম্যাচে তিন গোল করেছেন ইব্রা। ফর্মে থাকতেই করোনা মাঠের বাইরে পাঠিয়ে দিল তাকে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন