দ্রুতই শ্রীলঙ্কা যাচ্ছে টাইগাররা!

  26-09-2020 06:07PM

পিএনএস ডেস্ক: আগামীকাল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও যাওয়া হচ্ছে না। তবে খুব শিগগিরই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আকরাম খান বলেন, স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর হচ্ছে। সব অনিশ্চয়তা দূর করে আমাদের জাতীয় দল শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আগের নির্ধারিত সময়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করা হবে না টাইগারদের। সিরিজ অন্তত সপ্তাহদুয়েক পিছিয়ে যাবে। তবে সফরটি হবে এটা মোটামুটি নিশ্চিত।

কবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সবুজ সংকেত পাবে বিসিবি-এমন প্রশ্নে তিনি বলেন, এখনকার খবর হলো সফর হচ্ছে। আমরা শ্রীলঙ্কা খেলতে যাব। কারণ শ্রীলঙ্কা বোর্ড চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা আয়োজন করতে। ওদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল যা এখনও নিশ্চিত না। ওদের হাতেও সময় আছে। তাই আশা করছি সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। যদি ইতিবাচক হয় আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে কলম্বো যেতে পারি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন