নবাগত কাদিজের কাছে নিজেদের মাঠে হারল রিয়াল

  18-10-2020 07:59AM

পিএনএস ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় রিয়াল মাদ্রিদের শুরু হলো ‘ভুতুড়ে’। হ্যাঁ, ভুতুড়েই বলতে হবে। কারণ ১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা নবাগত কাদিজের বিপক্ষে হেরে গেছে জিনেদিন জিদানের দল। সেটিও কিনা নিজেদের মাঠে।

শনিবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ১-০ গোলে হার মানে রিয়াল মাদ্রিদ।

কাগিজের পক্ষে একমাত্র গোলটি করেন লোসানো। ১৬ মিনিটে তার গোলের পর অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে খেললেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। বরং দারুণ পারফরম্যান্সে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে কাদিজে।

এই প্রথম রিয়ালের মাটিতে জিতল কাদিজ। আর হোম, অ্যাওয়ে মিলে ২৯ বছর পর এই দলের বিপক্ষে হারের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে সবশেষ ১৯৯১ সালে জয় পেয়েছে কাদিজ।

এদিকে লিগে প্রায় ১৭ মাস পর ঘরের মাঠে হার রিয়ালের। আর চলতি মৌসুমে এদিক তাদের প্রথম হার। এর আগে এক ম্যাচ ড্র করেছিল।

পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রিয়াল এখনো শীর্ষে আছে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা কাদিজের পয়েন্ট সমান ১০। টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন