করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

  28-10-2020 02:36AM

পিএনএস ডেস্ক : কোভিড-নাইনটিনে একের পর এক ক্রীড়া ব্যক্তিত্বরা আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। এবার করোনার কবলে পড়লেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফিফা নিশ্চিত করে বিষয়টি।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, ৫০ বছর বয়সী ইনফান্তিনো করোনায় আক্রান্ত। তার শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। তবে করোনা পজিটিভ আসার পরপরই তাকে দশ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে, গেল কয়েকদিনে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে আসা কর্মকর্তাদেরকে এ খবর জানিয়ে সতর্ক করে দিয়েছে ফিফা।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন