কাতার-বাংলাদেশ ম্যাচ ৪ ডিসেম্বর

  11-11-2020 06:01PM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতারের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচের তারিখ চূড়ান্ত হয়েছে। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ই’ গ্রুপের ফিরতি পর্বের ম্যাচটি।

গত বছরের অক্টোবরে প্রথম দেখায় ঘরের মাঠে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ২০২২ বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে দারুণ নৈপুণ্য মেলে ধরেছিল জামাল ভূঁইয়ারা।

কাতারের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচটি আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চে স্থগিত হয়ে যায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। পরে যা অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে ঠিক হয়েছিল।

কিন্তু করোনার কারণে দ্বিতীয়বারের মতো স্থগিত হয় এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচ। জানানো হয়, এ বছর আর তা মাঠে গড়াবে না।

তবে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচটি ডিসেম্বরেই খেলার ইচ্ছে প্রকাশ করে কাতার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মতিতে তারা ফিফার কাছে আবেদন কবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যার অনুমোদন দিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১। ভারতের বিপক্ষে সল্টলেকে ড্র ছাড়া বাকি ম্যাচগুলোতে হার। ৫ দলের গ্রুপে সবার তলানিতে বাংলাদেশ।

এদিকে কাতার ম্যাচের আগেই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৩ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন