সেই পূজার দাওয়াত কার্ডে যা লেখা ছিল

  18-11-2020 06:54PM

পিএনএস ডেস্ক : কলকাতায় বিধায়ক পরেশ পালের আমন্ত্রণে কালীপূজার আনুষ্ঠানিকতায় সাকিব আল হাসানের অংশ নেওয়া নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে। সাকিব ও পরেশ- দু’জনই ঘটনার পরে নিজেদের মতো করে দিয়েছেন ব্যাখ্যাও।

কিন্তু কী লেখা ছিল সেই দাওয়াত কার্ডে?
দাওয়াত কার্ডের লেখা হুবহু তুলে ধরা হলো:
‘মহাশয়
প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগামী ১২ই নভেম্বর’ ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আমরা সবাই পরিচালিত ৫৯তম বর্ষে কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন।

উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মহানাগরিকও রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার জনাব সাকিবুল হাসান। উক্ত অনুষ্ঠানে আপনি সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকিলে আন্তরিকভাবে খুশি হব।
বিনীত
পরেশ পাল
বিধায়ক
সূত্র : বাংলানিউজ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন