সড়ক দুর্ঘটনায় নিহত দক্ষিণ আফ্রিকান ফুটবলার

  23-11-2020 10:36PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার অনেল এনজিকঙ্কা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির হয়ে ২০১০ বিশ্বকাপ খেলেছিলেন এই ৩৩ বছর বয়সী ফুটবলার।

এনজিকঙ্কার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব আমাজুলু। সোমবার ডারবানের কাছে তাকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনায়র কবলে পড়ে।

এনজিকঙ্কা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার ২০১০ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে খেলেছিলেন তিনি।
জাতীয় দলের হয়ে ৫৩ ম্যাচের সবশেষটি খেলেন তিনি ২০১৬ সালে।

ক্লাব ক্যারিয়ারে এনজিকঙ্কা বেলজিয়ামের দল ঘেন্টে তিনি কাটিয়েছেন নয় মৌসুম। এই সময়ে দলটি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে পাঁচবার। তাদের হয়ে এনজিকঙ্কা খেলেছেন ২৭৯ ম্যাচ।

বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের সঙ্গে রাইট-ব্যাক এনজিকঙ্কা ২০১৫ সালে ঘেন্টের শতাব্দী সেরা একাদশে ছিলেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন