চ্যালেঞ্জ নিচ্ছেন মুশফিক

  23-11-2020 11:47PM

পিএনএস ডেস্ক : জাতীয় দলে তার নেতৃত্বের অধ্যায় শেষ হওয়ার পর নানা সময়ই তিনি নেতৃত্ব নিয়ে অনীহার কথা বলেছেন। করোনাপরবর্তী দেশে প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হয়েছে গত অক্টোবরে। বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম।

তাকে অধিনায়কের দায়িত্ব দিতে চাইলেও তিনি তাতে রাজি হননি। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার নেতৃত্বেই মাঠে নামবে বেক্সিমকো ঢাকা। পাঁচ দলের এ টুর্নামেন্ট আজ থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী।

এই টুর্নামেন্টে ঢাকার দায়িত্ব নেওয়ার কারণ গতকাল ব্যাখ্যা করেছেন মুশফিক। তিনি বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। প্রেসিডেন্টস কাপ বা অন্যান্য সময় বোর্ডের অধীনে যখন খেলা হয়, তরুণ কিছু ক্রিকেটার আছে, তাদের সুযোগ দিলে ভবিষ্যতে ভালো হতে পারে।

এখন তারা মনে করেছে যে আমি হয়তো সঠিক ব্যক্তি যে গাইড করতে পারে। এই জন্যই নেওয়া আসলে। এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন হিসেবে দলকে নাম্বার ওয়ান করা। ইনশাল্লাহ সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন