নিউজিল্যান্ডে ছয় পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত

  26-11-2020 04:01PM

পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের ৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ৬ জন আক্রান্তের মধ্যে ৪ জনের শরীরে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। আর ২ জনের শরীরে আগেই সংক্রমণ ধরা পড়েছিল। যদিও এটা জানানো হয়নি যে, ৬ জন করোনা আক্রান্ত ক্রিকেটার নাকি কোচিং স্টাফ বা দলের অন্যান্য সদস্য।

পাকিস্তান দল নিউজিল্যান্ডে পৌঁছানোর পর বাধ্যতামূলক করোনা টেস্টের রিপোর্ট সামনে আসার পরেই জানতে পারা যায় কারা আক্রান্ত। যদিও এর ফলে কোয়ারান্টাইনে থাকা পাক দলের সব সদস্যকেই ৪ বার করোনা টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। আক্রান্তদের ইতোমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকি সদস্যরা নেগেটিভ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত তাদের অনুশীলনে নামার অনুমতি দেওয়া হবে না।

নিউজিল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগেই তারকা ওপেনার ফকর জামানের করোনা উপসর্গ দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দেশেই রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যদিও কিউয়ি সফরের জন্য নির্বাচিত ক্রিকেটারদের করোনা টেস্টে নেগেটিভ আসে ফকরের রিপোর্ট। লকডাউনের পর ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের একাধিক তারকা।

১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২২ ডিসেম্বর। এরপর খেলবে দুই ম্যাচের টেস্ট। যে দুই ম্যাচ আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন