পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড!

  29-11-2020 02:13AM

পিএনএস ডেস্ক : পাকিস্তান সফরে যেতে সম্মতি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৫ বছর পর আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যেতে পারে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুসারে আগামী বছরে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার খেলার কথা রয়েছে ব্লাকক্যাপসদের।

আগামী বছরের অক্টোবরে করাচিতে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংলিশ ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার রিচার্ড বুক পাকিস্তান সফরের বিষয়ে বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা তাকিয়ে আছি ইংল্যান্ডের দিকে। পরিস্থিতি বুঝে আমরা খেলোয়াড় এবং প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব।

নিউজিল্যান্ডের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ হিথ মিলস বলেছেন, এই সফরের বিষয়টি নিশ্চিত করার আগে পুরোপুরি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হেব।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন