ইতিহাস গড়তে যাচ্ছেন যে নারী রেফারি

  01-12-2020 11:22PM

পিএনএস ডেস্ক : ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগে নারী রেফারি হিসেবে ইতিহাস গড়ার পথে স্তেফানি ফ্রাপা। বুধবার জুভেন্টাস-ইউক্রেন ম্যাচ পরিচালনা করবেন ফ্রান্সের এই রেফারি।

সোমবার রাতে উয়েফার যুগান্তকারী ঘোষণার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ৩৬ বছর বয়সী ফ্রাপা।

ছেলেদের ফুটবলে রেফারিং অবশ্য তার জন্য নতুন নয়। পুরুষ ফুটবলের প্রায় সব প্রতিযোগিতায় প্রথম নারী হিসেবে রেফারিং করার রেকর্ড এই ফরাসির দখলে।

মাত্র ১৩ বছর বয়সে রেফারিং শুরু করা ফ্রাপা ২০১৪ সালে প্রথম নারী হিসেবে ফ্রান্সের দ্বিতীয় বিভাগ লিগের ম্যাচ পরিচালনা করেন।

গত বছর লিগ ওয়ানের ম্যাচ পরিচালনা করে গড়েন আরেক ইতিহাস। এরপর পা রাখেন ইউরো মঞ্চে। প্রথম নারী হিসেবে ২০১৯ উয়েফা সুপার কাপ ফাইনালে (লিভারপুল-চেলসি) রেফারিং করেন।

এরপর লেস্টার-জোরিয়া ম্যাচ দিয়ে অভিষেক ইউরোপা লিগে। গত সেপ্টেম্বর ইউরোপের প্রথম নারী রেফারি হিসেবে পরিচালনা করেন ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ। সেই ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম নারী রেফারি হতে যাচ্ছেন ফ্রাপা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন