ফের হারল বরিশাল, খুলনার তৃতীয় জয়

  04-12-2020 05:53PM

পিএনএস ডেস্ক : তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ব্যর্থটা কাটিয়ে উঠতে পারল না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফের হেরেছে দলটি। যাদের ৪৮ রানে হারিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনা পেল আসরে নিজেদের তৃতীয় জয়।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৫ রানেই আটকে যায় বরিশাল। দুই দলের প্রথম দেখায় খুলনা জিতেছিল ৪ উইকেটে।

পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার দলটির। অন্যদিকে খুলনার তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে এখন যারা টেবিলের দ্বিতীয় স্থানে। বরিশাল চতুর্থ স্থানে।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন ভালো শুরু পেয়েছিলেন। উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন। কিন্তু অষ্টম ওভারে শুভাগত হোম ফেরান দুজনকেই। এরপরই মুহূর্তেই ভেঙে পড়ে বরিশালের ইনিংস। ১ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১২৫ রানে।

ইমন ২৬ বলে ১৯ রান করেন। তামিমের ব্যাট থেকে আসে ২১ বলে ৩২। মাঝে তৌহিদ হৃদয় ২৭ বলে ৩৩ রান করেছেন। কিন্তু অন্যরা তেমন ভরসা হতে পারেননি।

খুলনার পক্ষে শুভাগত হোম, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে তরুণ জাকির হোসেনের নৈপুণ্যে স্কোর বোর্ডে ৬ উইকেটে ১৭৩ রান জমা করে খুলনা। ওপেন করতে নেমে জাকির ৪২ বলে ৬৩ রান করেন ১০ চারে। এছাড়া ইমরুল কায়েস ৩৭, মাহমুদউল্লাহ ২৪ রান করেন।

ব্যাট হাতে সাকিব আল হাসান এদিনও বড় রান পাননি। ওপেনিং থেকে চারে নেমে এসে ১০ বলে করেছেন ১৪ রান। পরে বল হাতে ১ উইকেট নিয়েছেন।

বরিশালের পক্ষে কামরুল ইসলাম রাব্বি ৩টি ও তাসকিন আহমেদ ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন খুলনার জাকির হোসেন।

সংক্ষিপ্ত স্কোর
জেমকন খুলনা
১৭৩/৬ (২০ ওভার) (জাকির ৬৩, ইমরুল ৩৭, মাহমুদউল্লাহ ২৪; তাসকিন ২/৪৪, রাব্বি ৩/৩৩)

ফরচুন বরিশাল
১২৫/১০ (১৯.৫ ওভার, লক্ষ্য ১৭৪) (তামিম ৩২, হৃদয় ৩৩, শুক্কুর ১৬; শুভাগত ২/১৮, শহিদুল ২/১৭, হাসান ২/১৮)
ফল: খুলনা ৪৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জাকির হোসেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন