অবশেষে করোনাকে হারালেন সুয়ারেজ

  05-12-2020 10:36AM


পিএনএস ডেস্ক: অবশেষে করোনাকে জয় করলেন লুইস সুয়ারেজ। শুক্রবার (০৪ ডিসেম্বর) থেকে তিনি অ্যাতলেটিকো মাদ্রিদ সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার অনুমতি পেয়েছেন। এর আগে, বৃহস্পতিবার সকালে ফের করোনা পরীক্ষা দেন সুয়ারেজ। সেই পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে উরুগুইয়ান ফরোয়ার্ডের।

করোনা আক্রান্ত হওয়ায় চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা মিলিয়ে কয়েকটি ম্যাচে দিয়েগো সিমিওনের স্কোয়াডে ছিলেন না ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তার মধ্যে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পায়নি অ্যাতলেটিকো। তবে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে সুয়ারেজকে। ম্যাচটি হবে শনিবার (০৫ ডিসেম্বর), ওয়ান্দা মেত্রোপোলিতানোতে।

উল্লেখ্য, পজিটিভ হওয়ার পর সুয়ারেজ দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে ছিলেন। আন্তর্জাতিক বিরতির সময় জাতীয় দলে খেলার সময় করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন