ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল

  05-01-2021 06:32PM

পিএনএস ডেস্ক : ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে ৭ জানুয়ারি থেকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে এই ম্যাচ। এই ম্যাচের ঠিক আগেই ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার কেএল রাহুল বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে ছিটকে গেলেন৷ বিসিসিআই নিজেদের টুইটার থেকেই তা নিশ্চিত করেছে।

খবর অনুযায়ী, বাঁ হাতের কব্জিতে চোট লেগেছে রাহুলের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার নেট প্র্যাকটিসের সময় যখন রাহুল ব্যাট করছিলেন তখনই তার হাতের কব্জি মোচড় খায়৷ এরপর এই উইকেটরক্ষক ক্রিকেটার সামনের ২ টি ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন না।

বিসিসিআই সচিব জয় শাহ প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে , ‘শনিবার এমসিজিতে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে নেটে ব্যাট করার সময় কে এল রাহুলের বাম কব্জি মুচড়ে যায়৷ বর্ডার -গাভাসকর ট্রফির শেষ দুটি ম্যাচে তাকে পাওয়া যাবে না৷ পুরো ফিট হয়ে অনুশীলনে ফিরতে তার অন্তত তিন সপ্তাহ লাগবে৷ এখন উনি সরাসরি ভারতে ফিরে বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করবেন৷’

ভারত ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলেছে৷ চার টেস্ট ম্যাচের বাকি দুটি ম্যাচ প্রথমে সিডনি ও পরেরটি ব্রিসবেনে খেলা হবে৷

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন