করোনায় আক্রান্ত নেইমার-এমবাপ্পেদের কোচ

  16-01-2021 06:20PM

পিএনএস ডেস্ক : ফরাসি ক্লাব পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো করোনায় আক্রান্ত হয়েছেন। নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের সামনের দুটি লিগ ম্যাচে হয়তো ডাগ আউটে দাঁড়ানো হবে না তার।

৪৮ বছর বয়সী টটেনহ্যামের সাবেক এই কোচ এ মাসের শুরুতেই পিএসজির দায়িত্ব নিয়েছেন। গত বুধবার পিএসজির কোচ হিসেবে তৃতীয় ম্যাচেই জিতেছেন শিরোপা।

বুধবার অলিম্পিক মার্সেইকে হারিয়ে পিএসজি ফরাসি সুপার কাপ ঘরে তোলে। এই আর্জেন্টাইনের কোচিং ক্যারিয়ারে এটিই প্রথম শিরোপা।

শনিবার লিগ ওয়ানে আনজার্সের বিপক্ষে ম্যাচ পিএসজির। আগামী শুক্রবার দলটির প্রতিপক্ষ মন্টপেলিয়ের। দুই ম্যাচেই পচেত্তিনোর ডাগ আউটে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। এখন আইসোলেশনে আছেন তিনি।

এর আগে নতুন বছরে তিন ফুটবলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল পিএসজি। ডিফেন্ডার টিলো কেরার ও মিডফিল্ডার রাফিনিয়ার পর সবশেষ ডিফেন্ডার কুলাঁ দেগবা পজিটিভ হন।

লিগে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে পিএসজি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট দলটির। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিওঁ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন