মেহেদীর জোড়া শিকারের পর সাকিবের আঘাত

  22-01-2021 12:49PM

পিএনএস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতের পর বল হাতে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। মাত্র ৩ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে ক্যারিবীয়রা। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক জেসন মোহাম্মদ (০)।

এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ। ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, নাগরিক টিভি ও চ্যানেল টি স্পোর্টস।

ম্যাচের শুরুতেই ওপেনার সুনীল আমব্রিসকে (৬) মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ওভার করতে এসে শেষ বলে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন তিনি।

মোস্তাফিজের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। সেট ব্যাটসম্যান ওপেনার কিয়র্ন ওটলেকে (২৪) অধিনায়ক তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন তিনি। এরপর মেহেদী সরাসরি বোল্ড করেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (৫)। আর নিজের প্রথম ওভার করতে এসেই শেষ বলে আন্দ্রে ম্যাকার্টিকে (৩) বোল্ড করেন সাকিব আল হাসান।

এ ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে বাংলাদেশ দলের। তাদের বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাঠে ও তাদের মাঠে- উভয় সিরিজই জিতেছিল স্বাগতিকরা। এছাড়া সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১২২ রানে অলআউট হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৪ উইকেট নেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সাকিব। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদের ঝুলিতে যায় ৩ উইকেট। পরে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন