সেদিন আম্পায়াররাও ভারতীয় ক্রিকেটারদের মাঠ ছাড়ার কথা বলেন!

  23-01-2021 01:00PM


পিএনএস ডেস্ক: সিডনি টেস্টে ক্রমাগত বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছিলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহ। একসময় আম্পায়ারদের গিয়ে অভিযোগও জানান ভারতীয় ক্রিকেটাররা। ভারতে ফিরে সিরাজ জানিয়েছেন, আম্পায়াররা তাঁদের মাঠ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু যেতে চাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক অজিঙ্ক রাহানে।

সিরাজের কথায়, “আম্পায়ারদের অভিযোগ জানানোর পর তারা আমাদের বলেন, চাইলে আমরা গোটা দল মাঠ ছেড়ে চলে যেতে পারি। ম্যাচে আর না-ও নামতে পারি। কিন্তু আজ্জু ভাই (রাহানে) সেটা চায়নি। বলেছিল, আমরা খেলাটাকে শ্রদ্ধা করি। তাই মাঠ ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই।” উল্লেখ্য, এরপরেই ৬ জন সমর্থককে মাঠ থেকে বের করে দেয় পুলিশ।

সিরাজ বলেছেন, “অস্ট্রেলিয়ার সমর্থকরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরেই মানসিক ভাবে শক্তিশালী হয়ে উঠি। এই ধরনের ঘটনা আমার পারফরম্যান্সে যাতে প্রভাব না ফেলে, সেটা দেখাই ছিল প্রধান কাজ। আমার কাজ ছিল রাহানের কাছে গিয়ে সব খুলে বলা। সেটাই করেছি।”

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন