শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  25-01-2021 11:36AM

পিএনএস ডেস্ক:সিরিজের শিরোপা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তবু শেষ ম্যাচের গুরুত্ব কমেনি একটুও। কেননা সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। যেখানে প্রতিটি ম্যাচের জন্য রয়েছে মূল্যবান ১০ পয়েন্ট। সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পকেটে পুরতে আজ (সোমবার) মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে পয়েন্টের খাতা খুলতে মরিয়া সফররত ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে হেরেছিল ক্যারিবীয়রা। তাই আজ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। রান তাড়া করে প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ আজ নামবে আগে ব্যাট করতে।

এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সবমিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে শুধুমাত্র ২০০৯ সালের সফরে। সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রায় এক যুগ পর একই সাফল্যের হাতছানি তামিমদের সামনে।

এছাড়া চলতি সিরিজসহ সবমিলিয়ে মোট ২৬টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৩টি সিরিজে কোনো ম্যাচ হারেনি টাইগাররা। আজকে জয় পেলে প্রতিপক্ষকে ১৪ বার হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন