ক্রিকেট একাডেমি খুললেন ইরফান পাঠান

  23-02-2021 11:21PM

পিএনএস ডেস্ক : ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান হায়দরাবাদে একটি ক্রিকেট একাডেমি খুলেছেন।

উদীয়মান ক্রিকেটারদের বিশ্বমানের অবকাঠামো ও কোচিং সুবিধা প্রদানের জন্য মঙ্গলবার হায়দরাবাদে পাঠান ক্রিকেট একাডেমি (সিএপি) চালু করেন।

ভারতের হয়ে ১২০ ওয়ানডে, ২৯ টেস্ট ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর ১১টি ফিফটির সাহায্যে ২ হাজার ৮২১ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৩০১ উইকেট শিকার করেন ইরফান পাঠান।

গত বছরের শুরুর দিকে সবধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া ৩৬ বছর বয়সী এ তারকা ফের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরেছেন।

ভারতীয় সাবেক এ তারকা অলরাউন্ডার একাডেমি চালু করে বলেছেন, হায়দরাবাদে একটি একাডেমি চালু করতে পেরে আমি খুবই আনন্দিত, কারণ আমি এখানে অতীতে খেলেছি। আমার বিশ্বাস এখান থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বের করে নিয়ে আসতে পারব। এখানকার সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের দশ শতাংশ আসন বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছি।

শুধু হায়দরাবাদেই নয় ভারতে আরও ২৫টি একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে ইরফানের। ইরফানের এই একাডেমির তরুণ ক্রিকেটারদের প্রধান পরামর্শক হবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন