মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন নেই বার্সা কোচের

  25-02-2021 05:53PM

পিএনএস ডেস্ক : এলচের বিপক্ষে ম্যাচের আগে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বার্সা কোচ রোনাল্ড কোমান। বলেছেন, মেসির খেলা নয়; অন্যদের খেলায় আরও উন্নতি চেয়েছেন তিনি।

বুধবার রাতে লা লিগার ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এলচেকে। দুই ম্যাচ পর তারা পেয়েছে জয়ের দেখা। গত সপ্তাহে নিজেদের মাঠেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। এরপর দুর্বল কাদিজের সঙ্গে একই ভেন্যুতে ১-১ গোলে ড্রয়ের হতাশায় পুড়তে হয় তাদের।

এলচের বিপক্ষে ম্যাচের আগে বার্সা কোচ বলেন, অভিজ্ঞদের থেকে আরও ভালো পারফরম্যান্সে আশা করেন তিনি।

এখন বলছেন, ‘যখন আমি অভিজ্ঞদের কথা বলি, তখন আমি তাকে বোঝাই না। লিও অনেক গোল করে যাচ্ছে। মেসি নয়, বাকিদের পারফরম্যান্সে পার্থক্য গড়তে হবে।’

নতুন বছরে নিজের চেনা ছন্দ খুঁজে পেয়েছেন বার্সা অধিনায়ক মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২১ সালে তিনি করেছেন ১৩ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এত গোল নেই আর কোনো ফুটবলারের। তার ঠিক পেছনে আছেন জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখের রবার্ত লেভানদভস্কি। চলতি বছরে পোলিশ স্ট্রাইকারের গোল ১২টি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন