করোনার প্রাদুর্ভাবে মাঝপথে স্থগিত পিএসএল

  04-03-2021 04:47PM

পিএনএস ডেস্ক : সাত ক্রিকেটার-কর্মকর্তা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর পাকিস্তান সুপার লিগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

জরুরি এক সভার পর বৃহস্পতিবার দুপুরে আসরটি স্থগিতের ঘোষণা দেয়া হয়।

এদিন সকালে ইংল্যান্ডের টম ব্যান্টনসহ তিন ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। তার আগে এক কর্মকর্তাসহ করোনা আক্রান্ত হন আরও চারজন। এরপর দল মালিকদের সঙ্গে ভার্চুয়াল সভা করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল তাদের। কিন্তু পরে আরেকটি সভায় বদলে গেছে সেই সিদ্ধান্ত।

স্থগিত হওয়া আসর আবার কবে শুরু হবে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

আয়োজকেরা বলছেন, ‘জৈব সুরক্ষা বলয়ের ফাঁকফোকর থাকায় সভার নিরাপত্তার কথা ভেবে টুর্নামেন্টটি মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে।’
এর আগে জানা যায়, এক দলের পাঁচজনের কম করোনা আক্রান্ত থাকলে তাদের আইসোলেটেড করে খেলা চালিয়ে যাওয়া হবে। পরে ঝুঁকিপূর্ণ সেই পথে হাঁটেনি পিসিবি।

বিবৃতিতে পিসিবি জানায় সার্বিক নিরাপত্তার কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, ‘সব দল মালিকদের সঙ্গে আমরা সভা করেছি। অংশ নেওয়া সবার মঙ্গলের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরবর্তী ধাপ হচ্ছে অংশগ্রহণকারীদের নিরাপদে থাকতে দেওয়া।’

২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পিএসএল। ৩৪ ম্যাচের টুর্নামেন্টের কেবল ১৪ ম্যাচ সম্পূর্ণ হয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন