নিউজিল্যান্ডে ব্যতিক্রমী মিঠুন

  26-03-2021 10:32AM


পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডে বাংলাদেশের ব্যাটসম্যানদের বার বার ব্যর্থতাই বেশি দেখা যাচ্ছে। তবে এর মাঝেও ব্যতিক্রমী মোহাম্মদ মিঠুন। নিউজিল্যান্ডের সাথে সর্বশেষ খেলা চার ম্যাচের তিনটিতেই ফিফটি রানের দেখা পেয়েছেন তিনি।

২০১৯ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিঠুন করেছিলেন ৬২ রান। দ্বিতীয় ওয়ানতেডে ৫৭ করেছিলেন। তবে শেষ ওয়ানডেটি খেলেননি তিনি।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দেশটির মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে প্রথম ম্যাচে মাত্র ৯ রানে আউট হন মিঠুন। তবে জ্বলে উঠেন দ্বিতীয় ওয়ানডেতে। ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। থাকেন অপরাজিত। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই ৫০ ওভার শেষে বাংলাদেশ ২৭১ রানের স্কোর পেয়েছিল।

এবার মিঠুনের ব্যাটিং মুগ্ধ করেছে ব্যাটিং কোচ জন লুইসকেও। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের শুরু থেকেই বেশ আগ্রাসী ছিলেন মিঠুন। তার ব্যাটেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় জেতা হয়নি বাংলাদেশের। হেরে যায় পাঁচ উইকেটের ব্যবধানে। তবে হারলেও মিঠুনের ব্যাটিং নিয়ে প্রশংসা করলেন ব্যাটিং কোচ। জানালেন, মিঠুনের ব্যাটিং ছিল ব্যতিক্রমী।

সিরিজের শেষ ওয়ানডের আগে গণমাধ্যমকে ব্যাটিং কোচ লুইস বলেন, ‘আমার মনে হয় বিদেশের মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটিং দুর্বলতার বড় কারণ হচ্ছে একটু বেশি বাউন্স আর নতুন বলে পেসারদের সামলানো। ক্রাইস্টচার্চে মিঠুন এক ব্যতিক্রমী ইনিংস খেলেছে। সে বলের লাইনে কাছাকাছি থাকার চেষ্টা করেছে। লেগ সাইডকে অপশন হিসেবে রেখে সে খুব বেশি অফ সাইডের দিকে তাকাননি। ঢাকা বা চট্টগ্রামের তুলনায় যেসব পিচে বল একটু বেশি বাউন্স পায়, সেখানে আপনাকে এভাবে খেলতে হবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন