পিএসজি ম্যাচের আগে দুঃসংবাদ বায়ার্ন শিবিরে

  07-04-2021 02:41PM

পিএনএস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ বায়ার্ন মিউনিখ শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হ্যান্সি ফ্লিকের অন্যতম শিষ্য উইঙ্গার সের্গে নাব্রি।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে আতিথেয়তা দেবে বায়ার্ন। কিন্তু ম্যাচটির আগে জার্মান চ্যাম্পিয়নরা নাব্রির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে।

মাউরিসিও পচেত্তিনোর দল পিএসজির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বায়ার্নের অনুশীলেন ছিলেন না ২৫ বছর বয়সী তারকা। তবে সেদিন কী কারণে তিনি অনুশীলনে অনুপস্থিত ছিলেন, তা জানানো হয়নি।

এবারই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হননি নাব্রি। ভের্দার ব্রেমেনের সাবেক তারকার গত বছরের অক্টোবরেও কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছিল।

চ্যাম্পিয়নস লিগের গত আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন-পিএসজি। সেবার প্রথমবারের মতো আসরের ফাইনালে ওঠা লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাভারিয়ানরা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন