‘আমি বিসিবি প্রেসিডেন্ট হলে বাংলাদেশ শীর্ষ দুই দলের একটা হতো’

  09-04-2021 11:34PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়ে কাজ করছেন কাজী সালাউদ্দিন। দেশের কিংবদন্তি এই ফুটবলার বলেছেন, আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতাম তাহলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতাম।

একটি অনলাইন পোর্টালকে দেয়া সক্ষাৎকারে কাজী সালাউদ্দিন বলেছেন, আমি যদি ক্রিকেট বোর্ডের সভাপতি হতাম, তাহলে দেয়ার ইজ সেভেনটি পার্সেন্ট চান্স, আমরা বিশ্বের টপ দুইটা টিমের একটা হতাম। কারণ কমপিটিশন নেই আর টাকারও অভাব নেই।

তাহলে ভবিষ্যতে কী বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা আছে আপনার? এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেন, নো, নো, আই অ্যাম অ্যা ফুটবলার। ফুটবলই আমার জীবন। আপনারা আমাকে ভালো-খারাপ যা-ই বলেন, আমি জানি আমাকে সবচেয়ে আদর করে কারেন্ট ফুটবলাররা।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন