পেসারদের নিয়ে চ্যালেঞ্জ জানাতে চান মুমিনুল

  11-04-2021 04:46PM

পিএনএস ডেস্ক : টেস্ট ইতিহাসে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে ২০ ম্যাচ। জয় মাত্র একটিতে, ঐতিহাসিক শততম টেস্টে। তিনটি ড্র, একটি শ্রীলঙ্কায় আর দুটি চট্টগ্রামে।

দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে সর্বোপরি ফল হতাশজনক হলেও আসন্ন ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজে আশাবাদী টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা ভালো খেলতে পারি তাহলে ফল আমাদের দিকে আসবে।’

রোববার (১১ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে করা সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন মুমিনুল। মুদ্রার উল্টো পিঠের কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যদি খারাপ খেলি তাহলে ফল বিপক্ষে যাবে।’

দলীয়ভাবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ। ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দেশের মাঠে এটাই শেষ প্রস্তুতি। এর আগেও বিক্ষিপ্তভাবে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা।

তবে টেস্ট অধিনায়ক জানিয়েছেন এই সিরিজের জন্য প্রস্তুতিটা খুব ভালো হয়নি, ‘আমি বলবো না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। একটু আগেই যেটা বললাম, যারা লাল বলে চার দিনের ম্যাচ (জাতীয় লিগ) খেলেছে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে। আমি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছি। সাদা বলে যারা খেলেছে তারা কিন্তু অনেক দিন ধরে খেলছে, আর তারা জানে কীভাবে কী করতে হবে।’

বাংলাদেশ এই সিরিজের জন্য ৭ জন পেসারসহ ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও খালেদ আহমেদের সঙ্গে আছেন তিন নতুন মুখ শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। এখান থেকে কমপক্ষে দুজন মূল স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন। মুমিনুল আশাবাদী সিরিজে পেসারদের নিয়ে চ্যালেঞ্জ জানাতে পারবেন প্রতিপক্ষকে।

মুমিনুল বলেন ‘আমার কাছে মনে হয় খুব ভালো ক্রিকেট হবে এবং চ্যালেঞ্জিং হবে। আমাদের পেস বোলিংটা ভালো, ওদেরটাও ভালো। পেস বোলাররা খুবই ভালো করছে, এমনকি স্পিনাররাও। ওই হিসেবে চিন্তা করলে আমি বোলারদের নিয়ে খুব খুশি।’

২ ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে সোমবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে মুমিনুল হকের দল। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিন তারা রুম কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর শুরু হবে মাঠের অনুশীলন। প্রস্তুতি ম্যাচটি হবে ১৭-১৮ এপ্রিল।

সফরের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন