লকডাউন : শেষ ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছে আইরিশ মেয়েরা

  11-04-2021 10:01PM

পিএনএস ডেস্ক : করোনাকালের মাঝে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ডের নারী ইমার্জিং দল। এর মধ্যেই ৪টি ম্যাচ হয়ে গেছে। সবকটিতেই হেরেছে অতিথিরা। তবে শেষ ওয়ানডেটি আর অনুষ্ঠিত হচ্ছে না। কারণ ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে করোনার লকডাউন।

আগামী ১৩ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম জানিয়েছেন, দুই বোর্ডের সম্মতিতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল ১২ এপ্রিল সিলেট থেকে ঢাকায় ফিরছে আইরিশ মেয়েরা। সে দিনই তাদের বাংলাদেশ ছাড়ার কথা। কারণ লকডাউনের মাঝে কোনো ফ্লাইট থাকবে না।

এদিকে আজকের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশদের। সিরিজে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস বোলারদের তোপের মুখে ৪৬.৫ ওভারে অতিথিরা মাত্র ১২৬ রানে অল-আউট হয়ে যায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন