আইপিএল ছেড়ে পালাতে চাইছেন অজি ক্রিকেটাররা

  25-04-2021 09:27PM

পিএনএস ডেস্ক : আইপিএলের শখ শেষ, এখন মাঝপথেই বাড়ি ফিরতে চান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় তারা থাকতে ভয় পাচ্ছেন। আগেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার অ্যান্ড্রু টাই। শুধু অস্ট্রেলিয়া কেন, আইপিএল খেলতে আসা বহু বিদেশি ক্রিকেটার বর্তমানে ভারত ছাড়তে চান। যে কারণে মাঝপথেই ১৪তম আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।

অ্যান্ড্রু টাইয়ের পথে হাঁটতে চান অস্ট্রেলিয়ার বাকি সব ক্রিকেটার। কারণ হিসাবে বলা হচ্ছে, বর্তমানে ভারতে করোনার ভয়ঙ্কর প্রকোপ। আইপিএল খেলতে আসা সকল বিদেশি ক্রিকেটাররা দেখছেন কীভাবে তাদের ভারতীয় সতীর্থদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় ভারতে ছড়িয়ে যাওয়া মহামারী থেকে বাঁচতে তারা দেশে ফিরতে চাইছেন। প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলতে চান অজি ক্রিকেটাররা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ক্রিকেটাররা নাকি অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রয়োজনে জরুরি বিমানে যেন তারা দেশে ফিরতে পারেন। বর্তমানে করোনার জন্য ভারতের পরিস্থিতি খুবই সঙ্কট জনক। দিন দিন আক্রান্ত সংখ্যায় রেকর্ড হচ্ছে। কোথাও হাসপাতালে বেড নেই তো কোথাও আবার অক্সিজেনের ঘাটতি। প্রতিদিন লম্বা লাইন পড়ছে শশ্মানঘাটে। সেইসব ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে।

এমন অবস্থায় ভারতে আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভয় ও আতঙ্ক দানা বাঁধছে। কলকাতার মেন্টর ডেভিড হাসি জানিয়েছেন, অস্ট্রেলিনায় ক্রিকেটাররা এখন ভীত সন্ত্রস্ত। পরিস্থিত আরও খারাপ হওয়ার আগেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সরা বাড়ি ফিরতে চান। এমন অবস্থায় আইপিএল কমিটি এবং বিসিসিআই কী সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে দেশটির ক্রিকেটাঙ্গন। এদিকে করোনার মাঝে আইপিএল চালিয়ে যাওয়া নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন