করোনায় মারা গেলেন দিল্লি ক্যাপিটালসের সাবেক স্পিনার

  06-05-2021 02:33PM

পিএনএস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজস্থানের সাবেক লেগ-স্পিনার বিবেক যাদব। তার বয়স হয়েছিল ৩৬ বছর।

বিবেক গত দেড় বছর ধরে পাকস্থলির ক্যান্সারে ভুগছিলেন। এরপর করোনায় আক্রান্ত হওয়ায় তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। এমনটাই জানিয়েছেন তার চাচাতো চাই বিকাশ। যাদব তার স্ত্রী ও কন্যার সঙ্গে বাস করতেন।

বিকাশ জানান, তিনি ক্যামোথেরাপি দিতে গিয়েছিলেন এবং কোভিড টেস্টে তার পজিটিভ আসে। গত পাঁচদিন ধরে তিনি সিটি হাসপাতালে ছিলেন। বুধবার বিকেলে শেষনিশ্বাস ত্যাগ করেন যাদব।

মাত্র পাঁচ বছরের ছোট ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ৩.১৯ ইকোনোমি রেটে ৫৭ উইকেট নেন যাদব। তিনি রাজস্থানের টানা দুইবারের (২০১০-১১ ও ২০১১-১২ মৌসুম) রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া যাদব ২০১১ সালে আইপিএলের ফ্র্যাঞ্জাইজি দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমান দিল্লি ক্যাপিটালস) খেলার ডাক পান।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন