করোনার হাত থেকে বাবাকে বাঁচাতে পারলেন না সাকারিয়া

  10-05-2021 09:17AM


পিএনএস ডেস্ক: করোনা আক্রান্ত বাবাকে সুস্থ করতে পারলেন না রাজস্থান রয়্যালসের পেসার চেতন সাকারিয়া। করোনার কাছে হার মেনে পরপারে পাড়ি জমালেন তার বাবা কাঞ্জিভাই।

কিছুদিন আগে আইপিএলের এবারের আসর স্থগিত হওয়ার পর চেতন সাকারিয়া জানিয়েছিলেন, তার বাবা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইপিএলের টাকা বাবার চিকিৎসা করাচ্ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। সবরকম চেষ্টা করেও বাঁচানো যায়নি কাঞ্জিভাইকে। তরুণ ক্রিকেটার আগের দিনই বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তার টেম্পো ড্রাইভার বাবার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

দরিদ্র পরিবারের ছেলে চেতন সাকারিয়া ছোটবেলায় মামার স্টেশনারি দোকানে কাজ করত চেতন। পাঁচ বছর আগেও তাদের বাসায় টিভি ছিল না। বাবা অসুস্থ হওয়ার পর ক্রিকেট খেলার পাশাপাশি সংসারের সব ব্যয় একাই বহন করতেন চেতন। আইপিএল ১ কোটি ২০ লাখ রুপির চুক্তিটা তাই তার পরিবারের কাছে বিশাল কিছু।

কয়েকমাস আগে এক বছরের ছোট ভাইকে হারিয়েছেন চেতন সাকারিয়া। এবার হারালেন বাবাকেও।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন