টোকিও অলিম্পিকে অংশগ্রহণ অনিশ্চিত নাদালের

  12-05-2021 01:49PM

পিএনএস ডেস্ক : রাফায়েল নাদাল জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির কারণে তিনি এখনো অনিশ্চিত গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করবেন কিনা।

২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড ২০০৮ সালে সিঙ্গেলে এবং ২০১৬ ডাবলে অলিম্পিক গোল্ড জিতেছেন। তবে আসন্ন অলিম্পিকে নিজের সূচি কবে তা অজানা, জানিয়েছেন নাদাল।

ক্লে-কোর্টের রাজা ৩৪ বছর বয়সী টেনিস তারকা এক সংবাদ সম্মেলনে জানান, ‘অবশ্যই, স্বাভাবিক পৃথিবীতে আমি কখনো অলিম্পিকে না খেলার কথা চিন্তা করব না।’

টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে, আমি জানি না।’

নাদালের এই মন্তব্য এলো, নারী এককে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারে শঙ্কা প্রকাশের পর। ৩৯ বছর বছর বয়সী কৃষ্ণকলি দ্বিধাগ্রস্ত অবস্থায় আছেন ৩ বছরের কন্যা অলিম্পিয়াকে ছেড়ে দূরে থাকবেন কিনা তা নিয়ে।

জাপানি কন্যা নাওমি ওসাকাও কোভিড-১৯ এর কারণে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে অংশগ্রহণে ‘নিশ্চিত না’ জানিয়েছেন।

টোকিও অলিম্পিক শুরু হতে আর বাকি ১০ সপ্তাহ। নতুন সূচিতে ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই গ্রীষ্মকালীন অলিম্পিক।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন