চোখের জলে রিয়াল ছাড়লেন রামোস

  17-06-2021 05:48PM

পিএনএস ডেস্ক : কত স্মৃতি, কত ঘাত, কত প্রতিঘাত-বার্নাব্যুর সুনসান খোলা প্রান্তরে সব ফেলে গেলেন সার্জিও রামোস। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার সময় আরও একটা জিনিস ফেলেছেন তিনি-অশ্রু!

১৬ বছর ধরে রিয়ালের রক্ষণভাগের সত্যিকার অতন্দ্র প্রহরী হয়ে থাকা রামোস বিদায়ী বক্তব্যে বলেছেন, ‘হলফ করে বলতে পারি একদিন নিশ্চয়ই এখানে ফিরে আসব।’

‘রিয়াল মাদ্রিদকে সুবিশাল একটা ধন্যবাদ জানাতে চাই। তোমাকে সব সময় হৃদয়ে বয়ে বেড়াব।’

বাল্যকালের ক্লাব সেভিয়া ছেড়ে ২০০৫ সালে রিয়ালে পাড়ি দিয়েছিলেন রামোস। ৩৫ বছর বয়সী তারকা সেই থেকে রিয়ালের হয়ে ৫টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ৬৭১টি ম্যাচ খেলেছেন এই সেন্ট্রাল ব্যাক, গোল করেছেন ১০১টি।

সেভিয়া থেকে রামোস রিয়ালে পাড়ি দিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডারদের মধ্যে রেকর্ড পারিশ্রমিকে। ফ্লোরেন্তিনো পেরেজ প্রথম মেয়াদে রিয়ালের সভাপতি ছিলেন তখন।

রামোস তার প্রজন্মের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে যিনি সব মিলিয়ে ২২টি ট্রফি জিতেছেন।

ইনজুরির কারণে গেল মৌসুমের শেষ দিকে মাঠে অনিয়মিত ছিলেন রামোস। অধিনায়ক হয়েও তার জায়গা হয়নি ইউরো কাপের স্পেন দলে। দেশের হয়ে যিনি ১৮০টি ম্যাচ খেলেছেন। ২০০৮ ও ২০১২ সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ ট্রফি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন