আশরাফুলের বোলিং ভেল্কি, তবুও দলের হার

  21-06-2021 05:29PM

পিএনএস ডেস্ক : ব্যাটিংয়ে রাখতে পারেননি আশরাফুল অবদান। মাত্র ৪ রানের মাথায় এসে শরীফুল্লাহ'র বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দিয়েছেন ক্যাচ। সেই আশরাফুলই সোমবার বোলিংয়ে ভেল্কি দেখিয়েছেন ! ২ ওভারের স্পেলটি তার ২-০-৭-২ !

প্রথম ওভারে রিটার্ন ক্যাচে থামিয়েছেন ফজলে রাব্বীকে (২১)।দ্বিতীয় ওভারে মার্শাল আইযুবের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্ট্যাম্পে তার বল আঘাত হেনেছে ! তবে আশরাফুলের বিলম্বিত ভেল্কি প্রাইম দোলেশ্বরের জয়ের পথে বাধা হতে পারেনি।

বৃষ্টিতে পর পর ২ দিন গাজী গ্রুপের সঙ্গে ম্যাচ সম্পন্ন করতে না পারার উৎকণ্ঠা পাশে রেখে শেখ জামাল ধানমন্ডীকে ১৪ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে সুপার লিগ শুরু করেছে প্রাইম দোলেশ্বর।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে যথার্থ প্রমান করেছেন প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা।শফিকুল (৪-০-১১-২),শরীফুল্লাহ'র ৪-০-১৮-১) নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশে পেসার রেজাউর রহমান রাজার ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪-০-২৫-৩) শেখ জামাল ধানমন্ডী ক্লাবকে ১২৩রানে আটকে ফেলেছে।আগের ম্যাচে প্রাইম ব্যাংককে হারানোর নায়ক শেখ জামাল অধিনায়ক সোহান এই ম্যাচেও ব্যাটকে চাবুক বানিয়েছিলেন। ২৪ বলে ৪ চার,১২ ছক্কায় ৪২রানের ইনিংসটি অবস্ট্রাকশন দ্য ফিল্ড-এর অপরাধে দোলেশ্বরের আপীলে টিভি রিপ্লে দেখে সোহানকে ফিরিয়ে দেয়া হয়।তাতেই প্রত্যাশিত স্কোরে বাধা পেয়েছে শেখ জামাল।১২৪ রানের টার্গেট পেয়েই সহজ জয়ের স্বপ্ন দেখেছে দোলেশ্বর। ওপেনিং পার্টনারশিপের ৪৯ বলে ৬৫ রানে কাজটা সহজ হয়েছে তাদের।

চলমান আসরে তৃতীয় হাফ সেঞ্চুরি করেছেন প্রাইম দোলেশ্বর ওপেনার সাইফ হাসান। বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দি শুভ'র বলে ডিপ এক্সট্রা কভারে ক্যাচ দেয়ার আগে সাইফ করেছেন ৩৩ বলে ৭ চার ৩ ছক্বায় ৬০ রান। এই সোহরাওয়ার্দি শুভই দুই ওপেনারকে ফিরিয়েছেন। তবে টাগেটটা কম হওয়ায় প্রাইম দোলেশ্বরের বাধা পেরুতে পারেনি শেখ জামাল।

এই ম্যাচ জিতে ১২ ম্যাচ শেষে প্রাইম দোলেশ্বরের সংগ্রহ ১৮ পয়েন্ট। ১৩ ম্যাচে শেখ জামালের সেখানে ১৫ পয়েন্ট।

শেখ জামাল ধানমন্ডী ক্লাব : ১২৩/৯ (২০.০ ওভারে)

প্রাইম দোলেশ্বর : ১২৬/৪ (১৭.৪ ওভারে)

ফল : প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : সাইফ হাসান (প্রাইম দোলেশ্বর)।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন