যেমন হলো কোপা আমেরিকার সেরা একদশ

  14-07-2021 02:14AM

পিএনএস ডেস্ক : কোপা আমেরিকার এবারের জমজামাট আসরটি শেষ হওয়ার পর ৩ দিন পেরিয়ে গেছে। তবু ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ নিয়ে বাগবিতণ্ডা থামার জো নেই। শিরোপা জয়ে উল্লাস এখনো ফুরোয়নি আর্জেন্টিনা ভক্তদের।

এরই মধ্যে কোপা আমেরিকারা সেরা একাদশ ঘোষণা দিয়েছে টুর্নামেন্টটির আয়োজকরা।

মঙ্গলবার রাতে নিজেদের টুইটার হ্যান্ডেলে সেরা একাদশ ঘোষণা করে কোপা আমেরিকা। যেখানে আর্জেন্টিনা দলেরই চারজন স্থান পেয়েছে।

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৪ এবং রানার্সআপ ব্রাজিলের ৩ ফুটবলারকে নিয়ে সাজানো হয়েছে কোপার সেরা একাদশ। এছাড়া বাকি ৪ জন হলেন চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরুর ফুটবলার।

আর্জেন্টিনার চার জনের মধ্যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আছেন স্বাভাবিকভাবেই।

তার সঙ্গে আলবিসেলেস্তেদের ফাইনালে ওঠানোর নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আছেন একাদশে। তাকে গোলবার সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে।

রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে ব্রাজিল-আর্জেন্টিনার একজন করে ফুটবলারকে রাখা হয়েছে। মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টসেরা হওয়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকেও রাখা হয়ে অনুমিতভাবেই।

একাদশের কোনো অধিনায়ক ঘোষণা করা হয়নি।

কোপা আমেরিকার সেরা একাদশ

গোলরক্ষকঃ এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

ডিফেন্ডারঃ মাউরিসিও ইসলা (চিলি), ক্রিশ্চিয়ানো রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনহোস (ব্রাজিল), পারভিস এস্তুপিনান (ইকুয়েডর)

মিডফিল্ডারঃ ইয়োশিমার ইয়োতুন (পেরু), ক্যাসেমিরো (ব্রাজিল), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন