জয় দিয়ে অলিম্পিক শুরু জাপান, কানাডা ও যুক্তরাষ্ট্রের

  21-07-2021 05:31PM

পিএনএস ডেস্ক : আগামী ২৩ জুলাই পর্দা উঠবে অলিম্পিকের। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই আয়োজিত খেলায় জাপানের সফটবল দল অস্ট্রেলিয়াকে ৮-১ পয়েন্টে পরাজিত করেছে। সফটবলে মেক্সিকোর বিরুদ্ধে কানাডা জিতেছে ৪-০ পয়েন্টে। সফটবলে ইতালিকে ২-০ পয়েন্টে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

সফটবলের পাশাপাশি অলিম্পিক ফুটবলের যাত্রাও আজ বুধবার শুরু হচ্ছে। মহিলা ফুটবলের ছয়টি খেলা আজ জাপানের তিনটি শহর - টোকিও, মিয়াগি ও সাপ্পোরোতে অনুষ্ঠিত হবে। টোকিওতে আজকের প্রথম খেলায় মহিলা ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন খেলবে শক্তিশালী সুইডেনের বিরুদ্ধে। সাপ্পোরোতে আজ গ্রুপ পর্যায়ের দ্বিতীয় খেলায় স্বাগতিক জাপানের প্রতিদ্বন্দ্বী হচ্ছে কানাডা।


অলিম্পিকের শহর হিসেবে টোকিও মনোনীতহলেও দলগত বিভিন্ন প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের খেলা টোকিওর বাইরের বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হচ্ছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন